ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপসহ ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রোববার (১১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও হত্যার ঘটনায় দেশটি তার আগে ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম করছে কি না—এমন প্রশ্নে দেখে মনে হচ্ছে তারা তা শুরু করেছে। ট্রাম্প বলেন, আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি। আমাদের সেনাবাহিনী এটি দেখছে এবং আমরা কয়েকটি খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছি। শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। দেশটিতে সরকারবিরোধী গণবিক্ষোভের বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের ক্রমবর্ধমান প্রতিবেদনের মধ্যেই এ মন্তব্য করলেন ট্রাম্প।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপসহ ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রোববার (১১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও হত্যার ঘটনায় দেশটি তার আগে ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম করছে কি না—এমন প্রশ্নে দেখে মনে হচ্ছে তারা তা শুরু করেছে।
ট্রাম্প বলেন, আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি। আমাদের সেনাবাহিনী এটি দেখছে এবং আমরা কয়েকটি খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছি। শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশটিতে সরকারবিরোধী গণবিক্ষোভের বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের ক্রমবর্ধমান প্রতিবেদনের মধ্যেই এ মন্তব্য করলেন ট্রাম্প।
What's Your Reaction?