ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হ্যাকের অভিযোগ

2 months ago 7

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করা হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। দেশটির টেলিভিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই অভিযোগ করে। খবর: বিবিসির।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের সময় হঠাৎ একটি ভিডিওতে ‘জনগণকে সরকারের বিরুদ্ধে ‘জেগে ওঠার’ আহ্বান জানানো হয়। দর্শকদের অনেকেই এই ভিডিও দেখেছেন বলে জানা গেছে।

এরপর এক বিবৃতিতে দর্শকদের সতর্ক করে টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, কেউ যদি টেলিভিশন দেখার সময় কোনো অপ্রাসঙ্গিক বার্তা দেখতে পান, তাহলে ধরে নিতে হবে—শত্রুপক্ষ স্যাটেলাইটের সিগন্যালে বাধা দিয়েছে।

এদিকে যে ভিডিও সম্প্রচারিত হয়েছিল, তা সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ছড়িয়ে পড়েছে। এতে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলা হয়েছে, ‘নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুন।’

তবে ভিডিওটির সূত্র এবং এই হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

ভিডিওটির ওপরের ডান পাশে একটি সিংহ প্রতীক দেখা গেছে। পাশাপাশি গত ১৩ জুন ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবিও দেখানো হয়েছে।

এছাড়াও ভিডিওতে ২০২২ সালে ইরানব্যাপী ছড়িয়েপড়া বিক্ষোভের একাধিক দৃশ্যও ছিল। ওই সময় যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশটি।

ইএ

Read Entire Article