ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

3 months ago 16

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছিকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া শর্তের বিষয়ে অনেকটাই একমত হয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

উপসাগরীয় অঞ্চলের সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি।

ট্রাম্প বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর ও শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না।

এদিকে ইরানি একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও কিছু ফাঁকফোকর রয়ে গেছে, যেগুলো পূরণ করা দরকার।

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনায় নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এমন প্রত্যাশায় বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব বাজারে তেলের দাম প্রায় দুই ডলার কমে গেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওমানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন করে আলোচনা গত রোববার শেষ হয়েছে।

যদিও কর্মকর্তারা জানিয়েছেন, আরও আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে তেহরান প্রকাশ্যে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান জানিয়েছে।

যদিও তেহরান ও ওয়াশিংটন দু’পক্ষই এই দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে কথা বলছে, তারা এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিন্নমত পোষণ করছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article