ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার (১৬ জুন) ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার- এই পাঁচ […]
The post ইরানের সঙ্গে ‘সাময়িকভাবে’ সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান appeared first on চ্যানেল আই অনলাইন.