ইরানের সামরিক স্থাপনার আশপাশের মানুষদের সরে যেতে বলছে ইসরায়েল

3 months ago 50

ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।

বলা হয়েছে, যে সকল ব্যক্তি (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিত।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদেরকে ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

কারণ হিসেবে তারা বলছে, ওইসব স্থাপনার আশপাশে অবস্থান করা সাধারণ ইরানিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান সংঘাতে মার্কিনিদের কাছে অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ জুন) ইংরেজিতে দেওয়া এক ভিডিওবার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমাদের শত্রু, আপনাদেরও শত্রু।’

ভিডিওর শুরুতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ২৫০ বছর ধরে ‘স্বাধীনতা রক্ষায়’ মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন।

এরপর নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনীও মধ্যপ্রাচ্যে স্বাধীনতা রক্ষায় লড়ছে,’—যেখানে তিনি ইরানের সরকারকে ‘নির্মম ও দমনমূলক শাসকগোষ্ঠী’ হিসেবে অভিহিত করেন।

সূত্র: বিবিসি

এমএসএম

Read Entire Article