ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

2 days ago 8

বিএনপি নেতা ইশরাক হোসেনের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪২ মিনিটে শেয়ার করা ওই পোস্টে রাশেদ খান লিখেন, ‘এই সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। সর্বদলীয় বৈঠক না করে ৩টি দলকে নিয়ে বৈঠক ডেকে বাকিদের সঙ্গে অন্যায় করেছে।’

এদিকে ইশরাক হোসেন তার ফেসবুক লিখেছেন, ‘হ*ত্যার উদ্দেশ্যে হা*মলা করে র*ক্তাক্ত করা হলো গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে। আর সরকার এই দলকেই আলোচনার জন্য আহ্বান জানাল না।’

তিনি আরও লিখেছেন, “‘দুই হাজার বছরের অধিক সময় পরেও এই উপমহাদেশ সম্পর্কে আলেকজান্ডার দ্য গ্রেটের বিখ্যাত উক্তি এখনো প্রযোজ্য রয়েছে। ‘Really Seleucus, what a strange country this is.’”

Read Entire Article