ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা।
এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে মঙ্গলবার দূতাবাস বন্ধ থাকবে।
অন্যদিকে ইসরায়েল-ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনা দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে।
এর আগে গত সোমবার ইসরায়েলের তেল আবিব শহরে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে ‘ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে’ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, মার্কিন কর্মীদের কোনো আঘাত লাগেনি এবং জেরুজালেম ও তেল আবিবে দেশটির দূতাবাস এবং কনস্যুলেট বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এসএএইচ/টিটিএন