ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা
ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস শুক্রবার (২০ জুন) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ আজ (বুধবার) থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের দূতাবাস নির্দেশ দিয়েছে- সমস্ত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসস্থানে এবং তার আশপাশে নিরাপদ স্থানে থাকবেন।
দূতাবাস আরও জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের ইসরায়েল ছেড়ে যাওয়ার জন্য কোনো সহায়তা করা হবে না। যদি প্রয়োজন পড়ে তবে আমরা আগে থেকে সতর্ক করব। এখন বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ রয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে।