ইসরায়েল নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

2 months ago 31
ইরানের মিসাইল হামলার জেরে কিছু অঞ্চলের ইসরায়েল নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড।  সোমবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে এ নির্দেশনা দেওয়া হয়। আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত (সাইরেন) বেজে উঠেছে। নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি মিসাইল শনাক্ত হওয়ার পর মধ্য ইসরায়েল, দক্ষিণ ইসরায়েলে বিরসেবায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। আইডিএফ তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র অথবা বোমা শেল্টারে থাকতে বলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের কাছে তথ্য রয়েছে ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এর সঙ্গে ড্রোনও পাঠানো হয়েছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা শুরু করে ইরান। এবারও ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে দেশটি। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে।
Read Entire Article