ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ওপর নৃশংস হামলা ও গণহত্যার দায়ে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকার রিয়াজউদ্দিন বাজারের আমতল মোড়ে আয়োজিত সংহতি সমাবেশে এ দাবি জানান দলটির নেতারা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এই সংহতি সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটি।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা। জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক দেবাশীষ সেন, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শুভ দেব নাথ, ডা. মহসিন, রাশিদুল সামির প্রমুখ।
- আরও পড়ুন
- ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা হেফাজতের
- চতুর্মুখী ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির
সমাবেশে বক্তারা বলেন, আমরা ফিলিস্তিন ভূখণ্ডে দখলদার শক্তির সাম্প্রতিক নৃশংসতাসহ সব বেআইনি ও যুদ্ধংদেহী পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। আগামী দিনে আমরা ফিলিস্তিনের জনগণের আন্দোলনে সংহতি জানাতে আরও কর্মসূচি নেবো। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং দখলদারত্বের প্রতিবাদে আমাদের দেশের সব সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
সিপিবির নেতারা আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের দোসর ইসরায়েলকে পরাস্ত করতে হবে। গণহত্যাকারী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার করতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে। বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েল ফিলিস্তিনের জনগণের ওপর যে আগ্রাসন, গণহত্যা চালাচ্ছে- এ সমাবেশ থেকে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই এর একমাত্র স্থায়ী সমাধান সম্ভব।
এমডিআইএইচ/কেএসআর/এএসএম