ইসরায়েলি অভিনেত্রী বাদ, ‘ওয়ান্ডার ওম্যান’ হচ্ছেন যে তারকা

2 months ago 7

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ান্ডার ওম্যান’। এই চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। তবে নতুন যে কিস্তি আসতে চলেছে সেখানে তিনি থাকছেন না। নতুন কাউকে ভাবা হচ্ছে চরিত্রটির জন্য। এখন পর্যন্ত আলোচনায় এসেছেন আদ্রিয়া আর্জোনা।

ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান তার কথাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আদ্রিয়া আর্জোনা হতে পারেন পারফেক্ট ‘ওয়ান্ডার ওম্যান’।

সম্প্রতি ‘এক্সট্রা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’-খ্যাত এই পরিচালক বলেন, ‘হিট ম্যান’ অভিনেত্রী আদ্রিয়ার প্রতি তার আগ্রহ রয়েছে। তিনি জানান, ‘আমি আদ্রিয়াকে অনেক আগে থেকেই সামাজিক মাধ্যমে অনুসরণ করি। কিন্তু সবাই ধরে নিয়েছে, আমি তাকে এখন ফলো করেছি মানে সে-ই হতে যাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান’। যদিও আমি বলব, আদ্রিয়া দারুণ এক ‘ওয়ান্ডার ওম্যান’ হতে পারবে তবে কিছুই এখনো নিশ্চিত নয়।’

তিনি আরও যোগ করেন, ‘সে আমার পরিচালনায় সাত বছর আগে একটি চলচ্চিত্রে কাজ করেছিল। তখন থেকেই আমাদের বন্ধুত্ব, পরিচয়। আমি তাকে তখন থেকেই অনুসরণ করে আসছি, নতুন করে নয়।’

এদিকে জুন মাসের শুরুতে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে গান জানান, নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা চলছে। পাশাপাশি ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান থেমিসকিরা ঘিরে একটি ধারাবাহিকও তৈরি হচ্ছে। সেটি এখন নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এখন দেখার পালা, আদ্রিয়া আর্জোনা কি সত্যিই হবেন পরবর্তী ‘ওয়ান্ডার ওম্যান’?

এলআইএ/জেআইএম

Read Entire Article