ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। বন্দিদের অধিকার বিষয়ক একটি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানায়, ওই বন্দিরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ বন্দি রয়েছেন।
সংগঠনটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কারাগারে গাজার বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করে রাখে। বন্দিদের পরিবারের সদস্যরাও বছরের পর বছর স্বজনদের কোনো খোঁজ পান না। বিভিন্ন সূত্রে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশন সোমবার জানিয়েছে, গাজার এক বন্দি মুসাব হানি হানিয়া ইসরায়েলি হেফাজতে মারা গেছেন।
দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ৩৫ বছর বয়সী হানিয়াকে ২০২৪ সালের ৩ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গ্রেপ্তার করে। তার পরিবারের মতে, আটকের আগে হানিয়া সুস্থ ছিলেন।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ১৯৬৭ সালে তেল আবিবের পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।
অন্তত ১০,০০০ ফিলিস্তিনি এখনও ইসরায়েলি কারাগারে বন্দি। এই সংখ্যায় গাজা উপত্যকা থেকে গ্রেপ্তারকৃতদের অন্তর্ভুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, গাজা থেকে আটকদের সংখ্যা কয়েক হাজার।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী সর্বশেষ দুই দফায় চার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। চুক্তি অনুযায়ী এ সময় ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল। এর বিপরীতে বন্দিদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি।
মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে, কোনো আয়োজন ছাড়াই হামাস আরও চার জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দিদের মুক্তি দেওয়া হবে।
ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, হামাস যদি আরও চারটি মৃতদেহ ফেরত দেয়, তাহলে তারা শনিবার যেসব বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথ এই খবর প্রকাশ করেছে।
ইসরায়েল আরও দাবি করেছে, হামাস যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে, যেমনটি তারা আগে বিবাস পরিবার ও ওডেড লিফশিটজের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করেছিল।
এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমে দাবিকৃত ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, বিনিময়ের চুক্তি অনুযায়ী কারাবন্দিদের মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না।