ইসরায়েলি অবরোধ আর চারিদিকে ট্যাঙ্কের আওয়াজের মধ্যে দুই মাস আটকে থাকার পর, ফিলিস্তিনি নারী আজিজা বোমার আঘাতে নিহত তার স্বামীকে নিজ হাতে কবর দিয়েছেন। যুদ্ধে বিধ্বস্ত গাজায় কাফনের কাপড় নেই, কারো সহায়তা নেই, তার একমাত্র অবলম্বন ছিলো জানালার পর্দা ও দৃঢ় সংকল্প। গাজার দক্ষিণাঞ্চলের খিরবেত আল-আদাসে এই বেদনাদায়ক মানবিক দৃশ্য আজ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে।
৭০ বছর বয়সী ইব্রাহিম ছিলেন আজিজার... বিস্তারিত