একটি প্রো-রেজিস্ট্যান্স হ্যাকার গ্রুপ 'সাইবারইসনাদফ্রন্ট' ইসরায়েলের সামরিক-সম্পৃক্ত অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বেনসাইমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি’-এ সাইবার হামলার দাবি করেছে। খবর তাসনিম নিউজি এজেন্সির।
গ্রুপটির ভাষ্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্পূর্ণ অপারেশনাল সিস্টেম অচল করে দেওয়া হয়েছে এবং গোপন সামরিক তথ্য সংগ্রহের পর মূল সার্ভার থেকে তা মুছে ফেলা হয়েছে।... বিস্তারিত