গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। বৃহস্পতিবার (৫ জুন) দখলদার বাহিনীর হামলায় অন্তত ৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৬০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩৪১ জন।
এদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি) এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলয়ারিচ বলেছেন, গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে।
জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে তিনি বলেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট করছে না।
তিনি বলেন, ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলোকে নাই করে দেওয়া হচ্ছে।
আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের ১৩০ জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি এই হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
এমএসএম

 4 months ago
                        22
                        4 months ago
                        22
                    








 English (US)  ·
                        English (US)  ·