ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

ইসরায়েলসহ শত্রুদের বিরুদ্ধে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষামূলক কৌশল নির্ধারণে এই কাউন্সিল গঠন করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে, নিরাপত্তার জন্য যেকোনো ‘স্পষ্ট হুমকির লক্ষণ’ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে ‘লাল রেখা’ উল্লেখ করে কাউন্সিল জানায়, যেকোনো আগ্রাসনের জবাব হবে দৃঢ় ও চূড়ান্ত। এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন ইরানের ভেতরে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যাপক বিক্ষোভ চলছে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে এটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

ইসরায়েলসহ শত্রুদের বিরুদ্ধে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষামূলক কৌশল নির্ধারণে এই কাউন্সিল গঠন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে, নিরাপত্তার জন্য যেকোনো ‘স্পষ্ট হুমকির লক্ষণ’ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে ‘লাল রেখা’ উল্লেখ করে কাউন্সিল জানায়, যেকোনো আগ্রাসনের জবাব হবে দৃঢ় ও চূড়ান্ত।

এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন ইরানের ভেতরে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যাপক বিক্ষোভ চলছে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে এটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানে সম্ভাব্য নতুন হামলার বিষয় আলোচিত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর এসেছে।

এ প্রসঙ্গে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আবারও সতর্ক করে বলেছেন, কোনো আগ্রাসন হলে আক্রমণকারীদের হাত কেটে দেওয়া হবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow