ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ভয়ে পালালেন লাখো বাসিন্দা

2 months ago 52

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুতিরা ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল বিশেষ করে তেল আবিবে সাইরেন বেজে ওঠে। এ সময় প্রায় প্রায় ১০ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান। ‘মাগেন ডেভিড আদম’ জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আশ্রয় নেওয়ার সময় একজন ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভোর ৩টা নাগাদ এই হামলার আগে মোবাইল ফোনের মাধ্যমে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয় নাগরিকদের কাছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই প্রতিরোধের দৃশ্য দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দুপুরের একটু আগে নিক্ষেপ করা হয়। তবে এটিও প্রতিহত হয়েছে। এই হামলার পর জেরুজালেম, পশ্চিমতীরের দক্ষিণাঞ্চল এবং ডেড সি-সংলগ্ন এলাকাগুলোতে সতর্ক সাইরেন বেজে ওঠে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়।

হুতিরা প্রথম হামলার ঘটনায় তারা স্বীকার করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। তারা আরও দাবি করেছে, রাতে দুটি ড্রোনও ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল। 

এর আগে চলতি মাসের শুরুতে একটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরের চত্বরে আঘাত হানে। এতে অন্তত ৬ জন আহত হন। এরপর বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়, যদিও পরবর্তীতে কিছু সংস্থা পুনরায় ফ্লাইট চালু করেছে।

হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বরে, হামাসের হামলার র থেকেই ইসরায়েল এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল-হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হলে তারা কিছুদিন হামলা বন্ধ রেখেছিল।

তবে ১৮ মার্চ থেকে গাজায় ফের ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর, হুতিরা আবারও হামলা শুরু করে। এ পর্যন্ত তারা  ইসরায়েলে ৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ১০টি ড্রোন নিক্ষেপ করেছে।
 

Read Entire Article