ইসরায়েলের বিরুদ্ধে ১৫তম ধাপে হামলা শুরুর ঘোষণা ইরানের

2 months ago 9

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে নতুন ও সমন্বিত ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার ১৫তম ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, হাইফা ও তেল আবিবে অবস্থিত সামরিক ও সামরিক শিল্প সম্পর্কিত স্থাপনার ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।

বাহিনীটি আরও জানায়, নতুন হামলায় ১০০টিরও বেশি কমব্যাট ও ‘সুইসাইড (আত্মঘাতী) ড্রোন’ ছোড়া হয়েছে। এগুলোর লক্ষ্য হলো- ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ মূল সামরিক স্থাপনাগুলো।

আইআরজিসি’র বিবৃতির শেষাংশে স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানের হামলার মাত্রা আরও বাড়বে। আমাদের পরবর্তী লক্ষ্য সামরিক ও সামরিক শিল্পভিত্তিক আরও গভীর অবকাঠামো।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের একযোগে আকাশ আক্রমণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রস্তুতির বড় পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

Read Entire Article