অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন শহর সিনজিলের পূর্ব প্রান্তজুড়ে পাঁচ মিটার উঁচু ধাতব বেড়া বসিয়েছে ইসরায়েল। এই বেড়ার একটি মাত্র প্রবেশপথ খুলে রেখে চারপাশ ভারি স্টিলের ফটক বসিয়ে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে সিল করে দিয়েছে তারা।
চলছে ইসরায়েলি সেনাদের কঠোর নজরদারিও। শহরটিকে এভাবে অবরুদ্ধ করে রাখাকে কারাগারের সঙ্গেই তুলনা করেছেন স্থানীয় এক বাসিন্দা। সাত সন্তানের জনক ৫২ বছর বয়সী মুসা শাবানেহ বলেন,... বিস্তারিত