ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য বন্ধের আহ্বান ইউরোপিয়ান কমিশনের 

1 hour ago 2
গাজায় মানবিক সংকট পরিস্থিতি তৈরির দায়ে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য এবং দুই উগ্র ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। খবর দ্য গার্ডিয়ানের  ইসরায়েলি সরকারের ওপর চাপ সৃষ্টিতে ইউরোপিয়ান কমিশন অর্থনৈতিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ তোলার পর ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন গত সপ্তাহে ইসরায়েলের ওপর উন্মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু বুধবার পর্যন্ত তার এই প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর তেমন কোনো সাড়া ছিল না। বিশেষ করে ইসরায়েলের প্রধান মিত্র জার্মানি এমন পদক্ষেপের পক্ষে আগ্রহী নয়।  ওই প্রস্তাবে বলা হয়, কিছু পণ্যের ওপর পুনরায় শুল্ক আরোপ করে ইসরায়েলের ইউরোপীয় বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার স্থগিত করা এবং সরকারি চুক্তির দরপত্রে অংশগ্রহণ ও মেধাস্বত্ব সুরক্ষার সঙ্গে সম্পর্কিত পারস্পরিক সুবিধাগুলো স্থগিত রাখা। এ ছাড়া ইউরোপিয়ান কমিশন ইসরায়েলের দুই মন্ত্রী বেন গভীর ও বেজালেল স্মোট্রিচ ওপর নিষেধাজ্ঞা আরোপ আহ্বান জানায়।  ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের হামলার পর ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার বেশিরভাগ নারী ও শিশু। এর পরও থেমে নেই তেল আবিব। ক্রমগাতভাবে তাদের ওপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে।   ইইউর বাণিজ্য কমিশনার মার শেফকোভিক বলেছেন, এই প্রস্তাবের মাধ্যমে যেসব অঞ্চলের সঙ্গে ইইউর মুক্তি বাণিজ্য চুক্তি না থাকায় যে পরিমাণ শুল্ক তাদের দিতে হচ্ছে সেই একই পরিমাণ শুল্ক ইসরায়েলের ওপরও আরোপ করা। তিনি বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য আমি দুঃখিত। তবে গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমরা মনে করি এটি যথোপযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ইউরোপীয় প্রস্তাবগুলো রাজনৈতিকভাবে বিকৃত। আশা করি এগুলো গৃহীত হবে না। 
Read Entire Article