তেহরানে ইসরায়েলের হামলায় তাদের দুইজন ইরানি কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। খবর সিএনএন এর।
সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় সংস্থাটি।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এই হামলাটি এমন সময় ঘটে, যখন তারা তাদের সবচেয়ে মৌলিক মানবিক দায়িত্ব পালন করছিলেন এবং কোনো ধরনের সামরিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন না।
সংস্থাটি এক্স-এ দেওয়া পোস্টে একটি পোড়া ও ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি শেয়ার করে। তারা জানায়, এটি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স যা ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছিল।
এএমএ