বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, যারা ইসলাম কায়েম করবে, তাদের সঙ্গে ঐক্য করেই নির্বাচনে যাবে জামায়াত। তবে আমরা চাই আগে প্রয়োজনীয় সংস্কার হোক তারপর নির্বাচন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ডে সদর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, মানুষের আস্থা তৈরি করতে একটি নির্বাচনী তারিখ ঘোষণার দাবি করছি। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ না হলে কোনো নির্বাচনের দরকার নেই।
তিনি বলেন, দুটি কারণে আনুপাতিক নির্বাচন চাচ্ছি। এতে একদিকে যেমন ভোট ডাকাতি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। অপর দিকে নির্বাচনকে ঘিরে টাকা-পয়সা ডাকাতি ও চালাচালি থাকবে না। আমরা চাই মানুষ সরাসরি দলকে ভোট দিক এবং দলই ঠিক করবে কে এমপি হবে।
কর্মী সম্মেলনে চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবাইর হোসাইন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মো. ফারুক হোসেন।
কর্মী সম্মেলনে জেলা, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।