বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী-অনাহারী মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক-মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়; মালিকের খেতে-পরতে যে পরিমাণ খরচ হয়, একজন শ্রমিককে সেই পরিমাণ মজুরি দিতে হবে।
তিনি আরও বলেন, ইসলামি দ্বীন প্রতিষ্ঠা ছাড়া ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠা করা সম্বভ না। ছাত্র আন্দোলন যেমন একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, তেমনি শ্রমিকদের এই বিশাল বিপ্লবী আন্দোলন আরেকটি নতুন বাংলাদেশের জন্ম দেবে। সেই বাংলাদেশ হবে একটি নতুন কল্যাণ রাষ্ট্র গঠনের বাংলাদেশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রায় দেড় হাজার কাউন্সিলরের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মনসুর রহমান। এতে ২০২৫-২৬ সেশনের জন্য গাজীপুর মহানগরীর সভাপতি নির্বাচিত হন হোসেন আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফারদিন হাসান হাসিব।
ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি মু হোসেন আলীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারদিন হাসান হাসিবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম