ইসলামী আন্দোলন প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
২৮ কুড়িগ্রাম-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান রৌমারী ও রাজিবপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা শাখার নায়েবে সদর মুক্তার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকতার হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী সদর শাখার সাবেক অধ্যক্ষ মাওলানা আনছার উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাও: আহমেদ সোলায়মান সেলিম, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি মোন্তাজ আলী, আলতাফ হোসেন, আব্দুল হালিম ব্যাপারী, আব্দুস সালাম ব্যাপারী, জাবেদ আলীসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোল
২৮ কুড়িগ্রাম-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান রৌমারী ও রাজিবপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা শাখার নায়েবে সদর মুক্তার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকতার হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী সদর শাখার সাবেক অধ্যক্ষ মাওলানা আনছার উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাও: আহমেদ সোলায়মান সেলিম, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি মোন্তাজ আলী, আলতাফ হোসেন, আব্দুল হালিম ব্যাপারী, আব্দুস সালাম ব্যাপারী, জাবেদ আলীসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করব।
সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে প্রার্থী হাফিজুর রহমান সেগুলোর উত্তর দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন।
What's Your Reaction?