ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

3 weeks ago 19
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের জন্য আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিতর্কিত পরীক্ষার পরিবর্তে প্রচলিত পদোন্নতি পরীক্ষার মাধ্যমে কর্মচারীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। বুধবার (২৭ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট শুনানির পর এ নির্দেশ দেন। আদালত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আশরাফুল হাসান সিদ্দীক, সিনিয়র অ্যাডভোকেট আশিক আল জলিল ও অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দীন দুলন। রিটে বলা হয়, গত ১৪ আগস্ট ব্যাংকের মানবসম্পদ বিভাগ আগামী ২৯ আগস্ট ৯ হাজার কর্মকর্তা-কর্মচারীর জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল। যদিও বাংলাদেশ ব্যাংককে ১৯ আগস্ট লিখিতভাবে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি। রিটকারী ব্যাংকের জুনিয়র অফিসার মো. হানিফ জানিয়েছেন, মূল্যায়ন পরীক্ষার আড়ালে ব্যাংক কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুতির পরিকল্পনা করছিল। মহামান্য হাইকোর্ট আজ বুধবার এ পরীক্ষা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আইনজীবী কেএম সাইফুল ইসলাম জানান, আদালতের এ রায়ে কার্যত ইসলামী ব্যাংকের বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা স্থগিত হয়েছে। ফলে কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী পদোন্নতির সুযোগ পাবেন। আইনজীবীরা মনে করছেন, এ রায় ব্যাংক খাতের কর্মীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের জন্য ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার বিরুদ্ধে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন।
Read Entire Article