ইসিতে প্রকল্পের কর্মীদের অবস্থান কর্মসূচি; চাকরি স্থায়ীকরণের দাবি

আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে নিয়ে চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কমসূচি পালন করছে ইসির আইডিইএ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৮ ডিসেম্বর) ইসি ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।এ সময় তারা নানা রকম স্লোগান দিচ্ছেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া জাহিদ বলেন, আমাদের একটাই দাবি আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে হবে। এর আগেও আপনারা আন্দোলন করেছিলেন, ওই সময় কমিশন যে আশ্বাস দিয়েছিলো তাহলে হঠাৎ কেন আবার আপনারা এ কর্মসূচি করছেন-জানতে চাইলে আরিফ নামের এক ডাটাএন্ট্রি অপারেটর জানান, আমাদের চাকরি রাজস্বখাতে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। আমাদের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। এজন্য আমরা আবার আন্দোলনে এসেছি। গত বছর ৫ আগস্টের পর চাকরি রাজস্ব খাতে নিতে আন্দোলন করলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। এরপর গত ৩০ নভেম্বর ৮০ জন কর্মকর্তাকে বাদ দিয়ে নতুন করে চাকরি মেয়াদ এক বছর বৃদ্ধি করলে ফের আন্দোলনে মেনেছে এ প্রকল্পের জনবলরা।

ইসিতে প্রকল্পের কর্মীদের অবস্থান কর্মসূচি; চাকরি স্থায়ীকরণের দাবি

আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে নিয়ে চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কমসূচি পালন করছে ইসির আইডিইএ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (৮ ডিসেম্বর) ইসি ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।এ সময় তারা নানা রকম স্লোগান দিচ্ছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া জাহিদ বলেন, আমাদের একটাই দাবি আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে হবে।

এর আগেও আপনারা আন্দোলন করেছিলেন, ওই সময় কমিশন যে আশ্বাস দিয়েছিলো তাহলে হঠাৎ কেন আবার আপনারা এ কর্মসূচি করছেন-জানতে চাইলে আরিফ নামের এক ডাটাএন্ট্রি অপারেটর জানান, আমাদের চাকরি রাজস্বখাতে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। আমাদের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। এজন্য আমরা আবার আন্দোলনে এসেছি।

গত বছর ৫ আগস্টের পর চাকরি রাজস্ব খাতে নিতে আন্দোলন করলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। এরপর গত ৩০ নভেম্বর ৮০ জন কর্মকর্তাকে বাদ দিয়ে নতুন করে চাকরি মেয়াদ এক বছর বৃদ্ধি করলে ফের আন্দোলনে মেনেছে এ প্রকল্পের জনবলরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow