ইসির নমনীয়তায় সুখবর পেয়েছেন যে ২০ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের জন্য আবেদন করেছেন এবং নির্ধারিত অর্থ জমা দিয়েছেন—এমন প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। রোববার (১৮ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত নেয় ইসি। এদিন কমিশন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় থাকা ২৩ প্রার্থীর বিষয়ে শুনানি শেষে ২০ জনের নির্বাচনে অংশগ্রহণের পথ উন্মুক্ত করে দেয়। এ ছাড়া দুজনের মনোনয়ন বাতিল এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। শুনানিতে অনুপস্থিত থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে, কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তার প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। কমিশন সূত্র জানিয়েছে, তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা সত্ত্বেও যাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, তাদের মধ্যে রয়েছেন—জা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের জন্য আবেদন করেছেন এবং নির্ধারিত অর্থ জমা দিয়েছেন—এমন প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।
রোববার (১৮ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত নেয় ইসি। এদিন কমিশন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় থাকা ২৩ প্রার্থীর বিষয়ে শুনানি শেষে ২০ জনের নির্বাচনে অংশগ্রহণের পথ উন্মুক্ত করে দেয়। এ ছাড়া দুজনের মনোনয়ন বাতিল এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
শুনানিতে অনুপস্থিত থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে, কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তার প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। কমিশন সূত্র জানিয়েছে, তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।
দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা সত্ত্বেও যাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, তাদের মধ্যে রয়েছেন—
জামায়াতের ঢাকা-১ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপির দিনাজপুর-৫ আসনের এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ আসনের মনিরুজ্জামান, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ আসনের তাহির রায়হান, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জামায়াত প্রার্থী জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলামসহ মোট ২০ জন প্রার্থী।
এদিকে, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নও রোববার বাতিল করা হয়েছে।
শুনানির শেষ দিনে দুই দফায় মোট ৬৩ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩টি আপিল মঞ্জুর, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২১টি, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আপিল মঞ্জুর হয়। অপরদিকে, ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়।
শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমি নিশ্চিত করে বলতে চাই—আমার তরফ থেকে কিংবা আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।”
What's Your Reaction?