ইসির প্রতি এবার আস্থা ফিরে আসবে ইনশা আল্লাহ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন,হাদি ইস্যুতে ভয় পাওয়াটা একটু স্বাভাবিক। সেটা ধীরে ধীরে কেটে যাবে। ইসির প্রতি এবার আস্থা ফিরে আসবে ইনশা আল্লাহ। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব একথা বলেন তিনি। তিনি বলেন, পোস্টাল ব্যালটের ব্যবস্থা এবারে প্রথমবারের মত হলো। প্রধান উপদেষ্টা যে ওয়াদা দিয়েছেন, একই ওয়াদা আমরাও ধারণ করি। আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে। আশা করি আমাদের এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে তিনি আরও বলেন, যত দিন যাবে তত এই সিস্টেম ডেভলপ করবে। তবে এবার আমরা ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। আরো নিবন্ধন বাড়াতে সাংবাদিকদের সহায়তা চাই চ্যালেঞ্জ অনেক। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছি। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা নিবন্ধন করতে পারছিল না। সেই সমস্যাও অনেকখানি কেটে গেছে। সাইবার অ্যাটাকও মোকাবিলা করেছি আমরা। বাকি চ্যালেঞ্জটুকুও আশ
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন,হাদি ইস্যুতে ভয় পাওয়াটা একটু স্বাভাবিক। সেটা ধীরে ধীরে কেটে যাবে। ইসির প্রতি এবার আস্থা ফিরে আসবে ইনশা আল্লাহ।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব একথা বলেন তিনি।
তিনি বলেন, পোস্টাল ব্যালটের ব্যবস্থা এবারে প্রথমবারের মত হলো। প্রধান উপদেষ্টা যে ওয়াদা দিয়েছেন, একই ওয়াদা আমরাও ধারণ করি।
আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে। আশা করি আমাদের এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে
তিনি আরও বলেন, যত দিন যাবে তত এই সিস্টেম ডেভলপ করবে। তবে এবার আমরা ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। আরো নিবন্ধন বাড়াতে সাংবাদিকদের সহায়তা চাই চ্যালেঞ্জ অনেক। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছি। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা নিবন্ধন করতে পারছিল না। সেই সমস্যাও অনেকখানি কেটে গেছে। সাইবার অ্যাটাকও মোকাবিলা করেছি আমরা। বাকি চ্যালেঞ্জটুকুও আশা করি সবার সাহায্যে কাটিয়ে উঠতে পারবো।
সিইসি বলেন, ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে। ইসির প্রতি এবার আস্থা ফিরে আসবে ইনশা আল্লাহ। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে ততই মানুষের ভয় কেটে যাবে। হাদি ইস্যুতে ভয় পাওয়াটা একটু স্বাভাবিক। সেটা ধীরে ধীরে কেটে যাবে।
What's Your Reaction?