ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বায়োটেক ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত

1 month ago 16

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের ১২ বছরের সফলতা উদযাপনে ‘বায়োটেক ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ারুল আজিম বলেন, দেশে এখন মানুষ এবং দূষণ বাড়ছে কিন্তু কৃষি জমি কমছে। তাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের এমন উদ্ভাবনা বের করতে হবে যেন দূষণকে মানুষের উপকারে রূপান্তরিত করা যায়। আর স্বল্প জায়গায় অধিক ফলন দেয় এমন ফসলের জাত কৃষককে উপহার দেয়া যায়।  

‘বায়োটেক ফেস্ট’ এর আয়োজনে আরও ছিল বায়োটেক অলিম্পিয়াড এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়ার পোস্টার প্রদর্শনী সহ অনেক কিছু। সমাপনী অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান পোস্টার প্রদর্শনী এবং বায়োটেক অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. সুরাইয়া নাসরিন। এ বায়োটেক ফেস্টে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Read Entire Article