ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার দেশের সব ব্যাংকে পাঠানো নির্দেশনায় এ কথা জানানো হয়।
শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও স্থগিতের আওতায় এসেছে।
বিএফআইইউ জানিয়েছে, এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য, ফর্ম, কেওয়াইসি নথি এবং লেনদেনের বিবরণ—২ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।
প্রাথমিক অনুসন্ধানে শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের মধ্যে ‘সন্দেহজনক আর্থিক লেনদেনের’ তথ্য মিলেছে। এসব বিবেচনায় তাদের হিসাব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যাংক হিসাবের ওপর নজরদারি জোরদার করে বিএফআইইউ। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে এবং বেশ কয়েকজনের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
ইএআর/এমআরএম