ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

5 hours ago 6

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে “ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা)”-এর মিরপুর শাখা অফিসের উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান মাসুদ সাঈদী, বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক, এবং সভাপতিত্ব করেন পরিচালক কাজী মিজানুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এক অনন্য উদ্যোগ।

প্রধান অতিথি মাসুদ সাঈদী বলেন, আমরা এমন একটি রিসোর্ট গড়ে তুলছি যা শুধু পর্যটনের জন্য নয়, বাংলাদেশের আতিথেয়তার ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরবে। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক স্থাপত্য ও উন্নত সেবার সমন্বয় ঘটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক বলেন, আমরা বিশ্বাস করি, বিনিয়োগ, কর্মসংস্থান ও পর্যটন—এই তিনটি ক্ষেত্রেই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি হবে এক অনন্য গন্তব্য যেখানে দেশি-বিদেশি অতিথিরা পাবেন নিরাপদ, সাশ্রয়ী ও বিশ্বমানের সেবা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিরপুর শাখার ইনচার্জ ও পরিচালক নাজরাতুন নাইম, যিনি পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস, ব্যবসায়ী ও বিনিয়োগখাতের প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ হায়দার রহমান, মোহাম্মদ রাকিব উদ্দিন, নজরুল নায়েম, মো. নুরুল ইসলাম, ড. শফিকুল ইসলাম, জুবায়ের উদ্দিন, এনামুল হক, রিয়াজ উদ্দিন, মো. ওয়াহিদ হাসান, মো. শহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আব্দুল কাইয়ুম, মো. ইয়াসিন হোসেন, মো. শামীম হোসেন, এম. এ. মোমেন এবং এম. সাইফুল ইসলাম মিন্টুসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার পাশাপাশি কুয়াকাটা প্রকল্পের প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। বক্তারা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এ উদ্যোগকে বাংলাদেশের পর্যটন ও বিনিয়োগ খাতে এক ইতিবাচক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

Read Entire Article