ইস্ত্রি ঝকঝকে রাখার সহজ ঘরোয়া টিপস

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পোশাক পরিপাটি ও ঝকঝকে থাকা খুব জরুরি। অফিসে নিয়মিত যাওয়া হোক বা বিয়ে, দাওয়াত বা বন্ধুদের সঙ্গে আড্ডা-ইস্ত্রি করা পোশাক আত্মবিশ্বাস বাড়ায়। তবে দীর্ঘ সময় ধরে ইস্ত্রি ব্যবহার করলে নিচে বা ধাতব অংশে কালচে বা পোড়া দাগ তৈরি হয়। সাদা বা হালকা রঙের পোশাক ইস্ত্রি করতে গেলে এ ধরনের দাগ সমস্যা সৃষ্টি করে এবং সহজে মুছে যায় না। বেশির ভাগ ক্ষেত্রে মানুষ তখনই ইস্ত্রিটিকে বাতিলের খাতায় ফেলে দেন। তবে ঘরোয়া কিছু উপায় দিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। এতে পোশাককে আবার ঝকঝকে করা সম্ভব এবং ইস্ত্রিটিও দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখা যায়। আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ইস্ত্রির দাগ তুলবেন- ১. ইস্ত্রির নীচের অংশে থাকা কালচে বা পোড়া দাগ দ্রুত দূর করতে পারে একমুঠো লবণ। প্রথমে ইস্ত্রিটিকে হালকা গরম করুন। ইস্ত্রি বোর্ডের উপর একটি খবরের কাগজ পেতে দিন এবং তার উপর লবণ ছড়িয়ে রাখুন। গরম ইস্ত্রিটিকে ধীরে ধীরে এই লবণের উপর চালিয়ে নিন। প্রায় দুই মিনিট পর ইস্ত্রি বন্ধ করুন। ইস্ত্রি স্বাভাবিক তাপমাত্রায় এলে ভিজে কাপড় দিয়ে অংশটি ভালো করে মুছে নিন। দেখবেন, সব দাগ উধাও হয়ে গেছে এ

ইস্ত্রি ঝকঝকে রাখার সহজ ঘরোয়া টিপস

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পোশাক পরিপাটি ও ঝকঝকে থাকা খুব জরুরি। অফিসে নিয়মিত যাওয়া হোক বা বিয়ে, দাওয়াত বা বন্ধুদের সঙ্গে আড্ডা-ইস্ত্রি করা পোশাক আত্মবিশ্বাস বাড়ায়। তবে দীর্ঘ সময় ধরে ইস্ত্রি ব্যবহার করলে নিচে বা ধাতব অংশে কালচে বা পোড়া দাগ তৈরি হয়।

সাদা বা হালকা রঙের পোশাক ইস্ত্রি করতে গেলে এ ধরনের দাগ সমস্যা সৃষ্টি করে এবং সহজে মুছে যায় না। বেশির ভাগ ক্ষেত্রে মানুষ তখনই ইস্ত্রিটিকে বাতিলের খাতায় ফেলে দেন।

তবে ঘরোয়া কিছু উপায় দিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। এতে পোশাককে আবার ঝকঝকে করা সম্ভব এবং ইস্ত্রিটিও দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখা যায়।

আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ইস্ত্রির দাগ তুলবেন-

১. ইস্ত্রির নীচের অংশে থাকা কালচে বা পোড়া দাগ দ্রুত দূর করতে পারে একমুঠো লবণ। প্রথমে ইস্ত্রিটিকে হালকা গরম করুন। ইস্ত্রি বোর্ডের উপর একটি খবরের কাগজ পেতে দিন এবং তার উপর লবণ ছড়িয়ে রাখুন। গরম ইস্ত্রিটিকে ধীরে ধীরে এই লবণের উপর চালিয়ে নিন। প্রায় দুই মিনিট পর ইস্ত্রি বন্ধ করুন। ইস্ত্রি স্বাভাবিক তাপমাত্রায় এলে ভিজে কাপড় দিয়ে অংশটি ভালো করে মুছে নিন। দেখবেন, সব দাগ উধাও হয়ে গেছে এবং ইস্ত্রি আবার ঝকঝকে হয়ে গেছে।

২. ইস্ত্রির ধাতব অংশে থাকা কালচে বা পোড়া দাগ মুছে দিতে পারেন টুথপেস্ট দিয়ে। দাগের উপর টুথপেস্ট লাগান এবং পেপার টাওয়েল দিয়ে আলতো করে ঘষুন। দাগ উঠে গেলে নরম ভিজে তোয়ালে দিয়ে পরিষ্কার করে ফেলুন।

৩. কাপড় ইস্ত্রি করার কারণে অনেক সময় ইস্ত্রির সোল প্লেটে কালো বা পোড়া দাগ জমে যায়। এমন ক্ষেত্রে কাপড়ে ভিনেগার দিয়ে ঘষে বা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে তৈরি স্ক্রাব দিয়ে ঘষে দাগ তুলে ফেলা যায়। এছাড়া কালো দাগের ওপর তিন ভাগ বেকিং সোডার সঙ্গে এক ভাগ ভিনেগার মিশিয়ে রাখুন। খেয়াল রাখুন স্টিম হোল বা ইস্ত্রির ছিদ্রের মধ্যে যেন পেস্ট না যায়। কিছুক্ষণ অপেক্ষার পর কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন। দাগ উঠে যাবে এবং ইস্ত্রির সোল প্লেট আবার পরিষ্কার হয়ে যাবে।

৪. ইস্ত্রির ধাতব অংশে জমে থাকা কালো ময়লা দূর করতে ব্যবহার করুন গরম নাপা ধরনের ট্যাবলেট। ইস্ত্রিতে ট্যাবলেট গরম করে দাগের ওপর ঘষুন। কালো ময়লা নরম হয়ে গেলে মোটা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। এতে দাগ সহজেই চলে যাবে।

সূত্র: গুড হাউজকিপিং, গেট সেট ক্লিনিং

আরও পড়ুন
ঘরে তেলাপোকা দূর করার উপায়
প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে কাজল তৈরি করবেন যেভাবে

এসএকেওয়াই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow