ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও নবীনবরণ

নাটোরের গুরুদাসপুরে বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের প্রধান সড়কগুলোতে বিজয় মিছিল প্রদক্ষিণ শেষে ওই স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল করিম আব্বাসী তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহদী সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, "ভবিষ্যতে তোমরা বিশেষ একটি জায়গায় উপনীত হবে। শিক্ষিত জাতি ও দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। সেইসাথে এলাকার সুনাম-সুখ্যাতি বয়ে আনবে, এই প্রত্যাশা করি।" সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইসরাত জাহান রাঙ্গা, সমাজসেবক আবুল কালাম আজাদ ও একাডেমির পরিচালক ইয়াকুব আলী। এসময় উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও শুভান্যুধায়ীদের হাতে ময়ূর পেখম শোভা পাচ্ছিলো। জানা যায়, ‘শিশু মনে স্বপ

ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও নবীনবরণ

নাটোরের গুরুদাসপুরে বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার বেলা ১১টায় শহরের প্রধান সড়কগুলোতে বিজয় মিছিল প্রদক্ষিণ শেষে ওই স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল করিম আব্বাসী তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহদী সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক।

নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, "ভবিষ্যতে তোমরা বিশেষ একটি জায়গায় উপনীত হবে। শিক্ষিত জাতি ও দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। সেইসাথে এলাকার সুনাম-সুখ্যাতি বয়ে আনবে, এই প্রত্যাশা করি।"

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইসরাত জাহান রাঙ্গা, সমাজসেবক আবুল কালাম আজাদ ও একাডেমির পরিচালক ইয়াকুব আলী। এসময় উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও শুভান্যুধায়ীদের হাতে ময়ূর পেখম শোভা পাচ্ছিলো।

জানা যায়, ‘শিশু মনে স্বপ্ন বুনি’ শ্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের সকল কার্যক্রমে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। তাই প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরাসহ শিক্ষক-কর্মচারীরা বিজয় মিছিল করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ, সনদ, ক্রেস্ট, ছোটবড় বই, ক্যালেন্ডার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow