ইয়ামালে মুগ্ধ রিয়াল কিংবদন্তি

3 months ago 12

বয়স মাত্র ১৭। কিন্তু মাঠে তার কারিকুরি দেখে তাক লাগছে বিশ্ব ফুটবল। বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সে এবার মুগ্ধ হলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও।

লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ—ত্রিমুকুট জয়ের পথে বার্সার অন্যতম প্রধান অস্ত্র ছিলেন ইয়ামাল। গোল করেছেন ১৮টি, করিয়েছেন আরও ২৫টি! এমন পারফরম্যান্সে স্বভাবতই নজর কেড়েছেন সাবেক ফ্রান্স তারকা জিদানের।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকেকে দেওয়া এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে যখন ওকে খেলতে দেখি, মনে হয়েছিল—এরকম কিছু আমি জীবনে কখনও দেখিনি। মাঠে যে আত্মবিশ্বাস, যে নিয়ন্ত্রণ, সেটা ছিল অভূতপূর্ব। ওকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি।’

ইয়ামালের প্রশংসায় জিদান আরও বলেন, ‘এই প্রজন্মের তরুণদের মধ্যে ইয়ামালই সে নাম, যাকে নজরে রাখতে হবে। ফুটবলকে উপভোগ করানো, দর্শকদের আনন্দ দেওয়া—ওর মধ্যে সব আছে।’

এই মৌসুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০২৫ ব্যালন ডি’অর দৌড়েও ইয়ামালের নাম উঠে এসেছে। ইতোমধ্যেই বার্সা তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা করছে, যা ২০৩১ সাল পর্যন্ত হতে পারে। শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে ব্যালন ডি’অর জিতলে বিশেষ বোনাসও থাকবে তার জন্য।

এদিকে জিদান নিজেও কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন, ‘আমি শতভাগ প্রস্তুত। আবার কোচিংয়ে ফিরতে পারলে সেটা আমার জন্য অনেক আনন্দের হবে। তবে সবকিছু সময়ের ব্যাপার।’

লা মাসিয়া-উৎপাদিত এই বিস্ময়তরুণের পায়ের জাদু যে কেবল কাতালোনিয়ায় নয়, প্রতিপক্ষ শিবিরেও আলোড়ন তুলছে, তার প্রমাণ দিলেন নিজেই রিয়াল কিংবদন্তি জিদান। এখন শুধু অপেক্ষা—ইয়ামাল কি সত্যিই হয়ে উঠবেন ভবিষ্যতের বিশ্বসেরা? সময়ই দেবে উত্তর।

 

Read Entire Article