বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে মাতামাতি চলছেই। গত মৌসুমে কাতালুনিয়ান ক্লাবটির হয়ে খেলেছেন দারুণ। স্পেনিয়ার্ড লামিনের প্রশংসায় পঞ্চমুখ বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও। তিনি বলছেন, ‘লামিন অসাধারণ। তার মধ্যে একজন ব্যালন ডি’অর জয়ীর সবকিছুই বিদ্যমান আছে।’ গত মৌসুমে ইউরোপসেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে সফল না হলেও বার্সেলোনা জিতেছে ঘরোয়া ট্রেবল। ১৮ বর্ষী ইয়ামাল ১৮ গোল করেছিলেন। […]
The post ইয়ামালের মাঝে এবারই ব্যালন ডি’অর জয়ের সবকিছু আছে appeared first on চ্যানেল আই অনলাইন.