জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক আসছে। ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘উইশ কার্ড’। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটি লিখেছেন নির্মাতা নিজেই। জাকারিয়া সৌখিন জানান, ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পের ধারণা দিতে গিয়ে তিনি জানান, হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। […]
The post ইয়াশ-নীহার প্রেমের মিশনে ‘উইশ কার্ড’! appeared first on চ্যানেল আই অনলাইন.