যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য ১২ জনকে মনোনীত করেছিল আগেই। সেই তালিকায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। তিনি ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পুরস্কার হিসেবে সবাইকে ক্রেস্ট ও ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত আফঈদা খন্দকার নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫। আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা মহোদয় ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’
‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনো সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু আমার নয়— এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’
আফঈদা খন্দকার বর্তমানে জাতীয় ও অনূর্ধ্ব-২০ দুই দলেরই অধিনায়ক। তার নেতৃত্বে দুটি দলই বাছাই পর্ব টপকে এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সাফল্য বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।
আরআই/আইএইচএস/