ইয়েমেনের বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল

3 months ago 8

ইসরায়েলের নৌবাহিনী ইয়েমেনের হোদেইদা বন্দরের জেটিতে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তাদের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এই হামলা চালায়।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছ প্রায়ই ইসরায়েলে হামলা চালিয়ে থাকে। এর জবাবে ইসরায়েলও হামলা চালাচ্ছে।

হুথি বিদ্রোহীরা তাদের আল-মাসিরাহ স্যাটেলাইট সংবাদ চ্যানেলের মাধ্যমে হামলার খবর নিশ্চিত করেছে। তারা জানায়, হামলার লক্ষ্য ছিল বন্দরের জেটি, তবে এতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর ও গ্রামগুলো—যেমন বেইত লাহিয়া, জাবালিয়া ও বেইত হনুন—এর সব আবাসিক বাড়িঘর ও ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

একই ধরনের হামলা গাজা সিটি সংলগ্ন এলাকাগুলোতেও চলছে। এসব এলাকায় ইউরোপীয় হাসপাতালের আশপাশে স্থল অভিযান চালানোয় বেশি মনোযোগ দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সোমবার কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন দক্ষিণ রাফাহতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণকেন্দ্রের কাছে প্রাণ হারিয়েছেন।

এমএসএম

Read Entire Article