ঈদ উপলক্ষে ইউটিউবেও নাটকের মেলা

1 week ago 18
আসন্ন ঈদুল ফিতর মানেই উৎসবের আনন্দ, আর সেই আনন্দের সঙ্গী হতে আসছে এক ঝাঁক জনপ্রিয় নাটক। নির্মাতাদের সৃজনশীল ভাবনা আর অভিনেতা-অভিনেত্রীদের প্রাণবন্ত অভিনয়ে এবার ইউটিউবেও জমে উঠবে নাট্য উৎসব। এল আর সোহেলের ‘মন খারাপের ঘর’-এ তানজিন তিশা ও খঅয়রুল বাশার। অভিনেতা খায়রুল বাশার এবার আসছেন তিনটি নাটক নিয়ে। সাইফুল হাফিজ খানের ‘পায়েল’-এ অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে তার জুটি দর্শকদের চমকে দেবে। এল আর সোহেলের ‘মন খারাপের ঘর’-এ তানজিন তিশা, সমু চৌধুরী ও সমাপ্তি মাশুকের সঙ্গে তার অভিনয় এক আবেগঘন গল্প উপহার দেবে। একই নির্মাতার ‘ইন্দ্রজাল’-এ তার সঙ্গী সামিরা খান মাহি ও মুনিরা আক্তার মিঠু। নির্মাতা পুলক অনিলের পরিচালনায় আসছে ‘আজান’, যেখানে ইরফান সাজ্জাদ ও ফারিন খান এক অসাধারণ গল্পের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন। মারুফ হোসেন সজীবের দুটি নাটকে দেখা যাবে ইয়াশ রোহানকে। ‘খুশি’-তে তার সঙ্গে থাকছেন তানজিন তিশা ও সুষমা সরকার। আর ‘দুজন দুজনার’-এ তটিনী ও পারভেজ সুমনের সঙ্গে তার অভিনয় দর্শকদের এক ভিন্ন আবেগের গল্প উপহার দেবে। সম্রাট জাহাঙ্গীরের ‘চাঁদের কপালে টিপ’-এ ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান নতুন এক রসায়নে হাজির হচ্ছেন।   সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নাটক ‘লিডার’। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় ‘লিডার’-এ মীর রাব্বী, সালাউদ্দিন লাভলু ও তাসনুভা তিশা এক রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে অভিনয় করেছেন। ‘উড়াধুরা গোল্ড কাপ’ নির্মাতা জাকিউল ইসলাম রিপনের এই নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সামান্থ্যা পারভেজ, চাষী আলম ও তানজিম রহমান অনিক। ‘টাইটানিকে ঈদ যাত্রা’ তানিয়া বৃষ্টি ও শামিম হাসান সরকারের অভিনয়ে একটি মজার নাটক। ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘চোরের ঘরে চুন্নি’ ও ‘মেথর’ ব্যতিক্রমী গল্প ও নির্মাণশৈলীতে সমৃদ্ধ এই নাটকগুলো এবারের ঈদে আরও আনন্দ যোগ করবে। নির্মাতা তৌহিদ আশরাফের নাটক ‘বিয়োগফুল’-এ পার্থ শেখ ও নওবা তাহিয়া এক অনন্য গল্প নিয়ে হাজির হচ্ছেন। এ ছাড়া প্রিন্স রোমান পিকিউয়ের ‘তুই আমার আবদার’-এ পার্থের সঙ্গে থাকছেন আইশা খান ও দিলারা জামান। এবারের ঈদ নাটকে গল্পের বৈচিত্র্য, চরিত্রের নতুনত্ব আর নির্মাতাদের দৃষ্টিনন্দন উপস্থাপনা দর্শকদের আরও একবার মুগ্ধ করবে। নাট্যপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক আনন্দময় উৎসব!  
Read Entire Article