ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ

2 months ago 6
টানা ঈদের ছুটি প্রায় শেষের পথে। পরিবার-স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।  বৃহস্পতিবার (১২ জুন) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় চোখে পড়ে। চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে আগত যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রা তুলনামূলক ঝক্কি-ঝামেলাবিহীন ছিল। রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগও অনেক কমেছে। এদিকে অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। টানা ছুটির অষ্টম দিনেও রাজধানী ছাড়ার চিত্র দেখা গেছে। সকালে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করছে। যাত্রীরা বাস থেকে নেমে সিএনজি, রাইডশেয়ারিং বা পাবলিক পরিবহন ব্যবহার করে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।  গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে আজও কেউ কেউ বাড়ি যাচ্ছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। বিপরীতে ঢাকায় ফিরে আসছেন বেশি সংখ্যক মানুষ। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি। বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কে যানজট না থাকায় যাত্রাপথ সহজ হয়েছে এবং ভ্রমণের ক্লান্তিও কম ছিল।
Read Entire Article