পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে স্বরূপে ফিরতে শুরু করছে ব্যস্তনগরী ঢাকা। প্রথম কর্মদিবসের দিন রবিবারও (৬ এপ্রিল) রাজধানীতে ফিরেছেন অধিকাংশ কর্মজীবী মানুষ। আর নগরবাসীর এই আসা যাওয়ার ঢল শেষ হওয়ায় রাজধানীর প্রধান নদী বন্দর সদরঘাট নৌ টার্মিনালের ব্যবসায়ীদের মুখে আবার নেমে এসেছে মলিনতার ছাপ।
সরজমিনে সদরঘাট এলাকা ঘুরে দেখা যায়, গতকালও যেখানে মানুষের পদচারণায় পূর্ণ ছিল সেখানে আজ ব্যস্ততার লেশ মাত্র... বিস্তারিত