ঈদযাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে স্বরাষ্ট্র উপদেষ্টা

2 days ago 6

সিয়াম সাধনার মাস রমজান। দীর্ঘ এক মাসের রোজা শেষে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরের সাধারণ মানুষ। নগরবাসীর এই ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার পর রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ গাবতলী বাস টার্মিনাল আসেন তিনি। এ সময় তিনি কাউন্টারগুলো পরিদর্শন করেন এবং ভাড়ার তালিকা দেখেন।

আরও পড়ুন

এদিকে আজ সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, আসন্ন ঈদ যাত্রায় বিগত দিনগুলোতে আশানুরূপ যাত্রী না থাকার কথা জানানো হলেও আজ গাবতলী বাস টার্মিনালে মোটামুটি যাত্রীর চাপ দেখা গেছে। কোনো কোনো কাউন্টারের সামনে যাত্রীদের জটলাও দেখা গেছে। তবে বিগত বছরগুলোর মতো যাত্রীদের উপচে পড়ার চিত্র নেই। আবার প্রায় প্রতিটা কাউন্টারের টিকিট বিক্রয় প্রতিনিধিদের যাত্রী ডাকার চিত্রও দেখা গেছে।

ঈদযাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারির চিত্রও দেখা গেছে। টার্মিনালের প্রবেশমুখে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম দেখা গেছে। সেই সঙ্গে গাবতলী সড়কের যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ভূমিকা রাখতেও দেখা গেছে।

এছাড়াও টার্মিনালের মাইকে অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগের আহ্বান ও পরিবহন কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনাও দেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও মাইকে জানানো হয়।

কেআর/এমআরএম/এমএস

Read Entire Article