ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু সোমবার

3 months ago 47

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে সোমবার (১০ জুন) থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

সোমবার (১০ জুন) সকাল ৮টায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে৷

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা হতে বিক্রি শুরু হবে৷

যারা আগামীকাল টিকিট ক্রয় করবেন তারা আগামী ২০ জুনের টিকিট পারবেন। এছাড়া ২১ জুনের টিকিট ১১ জুন, ২২ জুনের টিকিট ১২ জুন, ২৩ জুনের টিকিট ১৩ জুন এবং ২৪ জুনের অগ্রিম টিকিট মিলবে ১৪ জুন৷

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেয়ার ব্যবস্থা থাকবে৷ ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না৷ টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি (OTP) প্রেরণের ব্যবস্থা করা হবে।

এনএস/জেএইচ/জেআইএম

Read Entire Article