ঈদযাত্রায় টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত ২

3 months ago 8

ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ী এলাকায় ট্রেন ও উপজেলার নাগবাড়ী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে বসে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ী এলাকায় পৌঁছালে ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় ট্রেন থামেনি। এটি চলন্ত ছিল। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

অপরদিকে উপজেলার নাগবাড়ী এলাকায় পাবনাগামী বাসের ছাদ থেকে পড়ে রানা নামে এক যাত্রী মারা যান।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বাসটি সখীপুর হয়ে কালিহাতী দিয়ে পাবনায় যাচ্ছিল। পথে ওই ব্যক্তি বাসের ছাদে উঠে বসেন। সেখান থেকে পড়ে মারা যান তিনি।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এমএস

Read Entire Article