ঈদুল আজহা উপলক্ষে ‘ভিশন’ নিয়ে এলো নতুন মডেলের ফ্রিজার

3 months ago 55

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ভিশন’ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির চেস্ট ফ্রিজার। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘ব্লু ফ্লাওয়ার’ মডেলের এই চেস্ট ফ্রিজারে যুক্ত করা হয়েছে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল প্যানেল, যা গ্রাহকের পণ্য ঠান্ডা রাখার অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

বৃহস্পতিবার (১৫ মে) নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভিশনের নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভিশন চেস্ট ফ্রিজারের মোড়ক উন্মোচন করা হয়। বর্তমানে ১৫০, ২৫০ ও ৩৫০ লিটারের ‘ব্লু ফ্লাওয়ার’ মডেলের এই চেস্ট ফ্রিজার বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম ৩২৫০০ টাকা থেকে ৪৭৮০০ টাকার মধ্যে।

নতুন পণ্য সর্ম্পকে ভিশন রেফ্রিজারেটর ও এসির নির্বাহী পরিচালক মো. নুর আলম বলেন, গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহার সহজ করে তুলতেই আমরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তির পণ্য বাজারে আনছি। ভিশনের চেস্ট ফ্রিজার এরইমধ্যে গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয় এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য ক্রেতাদের আস্থা অর্জন করেছে। নতুন এই মডেলটি ভিশনের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়িয়ে দেবে বলে আমরা আশা করছি।

ভিশন রেফ্রিজারেটরের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, ভিশনের ‘ব্লু ফ্লাওয়ার’ মডেলের চেস্ট ফ্রিজারে রয়েছে ইলেকট্রনিক কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সহজেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে থাকায় ফ্রিজারের ভেতরের তাপমাত্রা সবসময় স্পষ্টভাবে দেখা যায়। সহজ কন্ট্রোলিং সিস্টেম থাকায় যে কোনো বয়সের ব্যবহারকারীর জন্য এটি ব্যবহার করা একেবারেই সহজ।

তিনি আরও বলেন, এই নতুন ভিশন চেস্ট ফ্রিজারে ব্যবহৃত টেম্পারেচার কন্ট্রোল প্যানেল শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণই নয়, খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখতেও কার্যকর। এতে সংরক্ষিত খাবার দীর্ঘসময় ভালো থাকে ও পুষ্টিগুণ অটুট থাকে। একইসঙ্গে ডিজিটাল প্রযুক্তির কারণে বিদ্যুৎ খরচও তুলনামূলকভাবে অনেক কম হয়।

বর্তমানে ভিশনের বিভিন্ন সাইজের ২০টি মডেলের চেস্ট ফ্রিজার বাজারে পাওয়া যাচ্ছে। তাছাড়া ঈদুল আজহা উপলক্ষে ভিশনের চেস্ট ফ্রিজার কিনলে ক্রেতারা পাবেন ১০ শতাংশ মূল্যছাড় এবং ১৬ পিসের একটি গিফট বক্স।

এএমএ/এএসএম

Read Entire Article