ঈদে আসছে ক্লোজ আপ ওয়ান তারকা রানার নতুন গান 

3 months ago 41

পাঁচটি নতুন গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এইচএম রানা। পাঁচটি গানের মধ্যে ইতোমধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

পাঁচটি গান যথাক্রমে- কবিতা তুমি,ভাগ্য যারে জাপটে ধরে, ফিরায়ে দেয়ার বেদনা, নীল খামে চিঠি, ভাবছো তোমায় যাব ভুলে। গুণী লেখক ও গীতিকবি গোলাম মুর্শেদের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রানা নিজেই। সংগীতায়োজনে আছেন শহীদ ও রাজীব। 

রানা বলেন, দীর্ঘ ১৮ বছর আগে জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানের মঞ্চে গোলাম মুর্শেদ ভাইয়ের লেখা দুঃখ গানটি গেয়েছিলাম, যা তখন শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এত বছর পর উনার মতো একজন জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাব তা স্বপ্নেও ভাবিনি। তাই পুরো প্রজেক্টটা আমার জন্য অনেক স্পেশাল ও সম্মানের। 

আসছে ঈদুল আজহায় ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ব্যানারে গানগুলো অবমুক্ত করা হবে।  এছাড়াও রানা বেশ কিছু সিনেমার গান ও ওয়েব সিরিজের গানের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
 

Read Entire Article