ঈদে ঢাকায় থাকা জবি শিক্ষার্থীদের নিয়ে শিবিরের বিশেষ আয়োজন

2 months ago 48

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য ঈদের দিন দুপুরে খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। 

শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শাখা ছাত্রশিবির। 

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদিস্যদের দাওয়াত জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই আয়োজনে পৃথক ও পর্দাসহকারে ব্যবস্থা রাখা হবে বলেও উল্লেখ করা হয়।

শাখা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক প্রতিষ্ঠান হওয়ায় অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতা অথবা পরীক্ষার কারণে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারেন না। পরিবার থেকে দূরে থাকায় এবং ঈদের দিনে বাসায় রান্না করার লোক না থাকাসহ তাদের নানা কষ্ট লাঘব করার লক্ষ্যেই ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক, আব্দুল আলিম আরিফ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হল থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন উৎসব আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন করতে পারে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল না থাকায় শিক্ষার্থীদের কষ্ট হয়। তাই আমরা চাই, এই ঈদের দিনে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে।

বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই প্রতিবছর কোরবানি দিয়ে আসছি এবং কর্মচারীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছি। এবার ক্যাম্পাসে সবাইকে নিয়ে এমন একটি বৃহৎ আয়োজন করব। 

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক হওয়ায় এখানকার শিক্ষার্থীদের ভোগান্তির সীমা নেই। অনেকেই নানা সমস্যার কারণে বাড়িতে যেতে পারেন না এবং ঢাকায় ভালো কোনো ব্যবস্থা না থাকায় ঈদের দিনে তাদের অনেক কষ্ট হয়। তাই আমরা সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করেছি।

Read Entire Article