ঈদে বেড়াতে এসে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

4 months ago 49

ফরিদপুরের মধুখালীতে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের বাসচাপায় ইজিবাইকের সুমন আলী (৩৮) ও সিরাজ হাওলাদার (৬০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২০ জুন) দিনগত রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসদরের মধুবন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের বাবুর আলীর ছেলে। এছাড়া নিহত সিরাজ হাওলাদার বরিশাল সদরের সারুখালী এলাকার মৃত ইয়াছিন হাওলাদারের ছেলে বলে জানা যায়।

আহতরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (৩), সোনালী (৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), এছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫) এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)।

মধুখালী পৌরসদরের গোন্দারদিয়া এলাকার বাসিন্দা মির্জা হাদিউজ্জামান প্রিন্স জাগো নিউজকে বলেন, ঈদ উপলক্ষে বরিশাল সদরের সারুখালী এলাকার সিরাজ হাওলাদার আত্মীয়স্বজন নিয়ে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামে জুয়েল বিশ্বাসের (সম্পর্কে ভাগ্নি জামাই) বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকেলে ঘোরাঘুরির পর ইজিবাইকে ফেরার পথে বাসচাপায় দুজন নিহত এবং অন্যরা আহত হন।

মধুখালী ফাযার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সাকিব আল হাসান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ইজিবাইক যাত্রীদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইকটি গোন্দারদিয়ায় যাওয়ার পথে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস নিজ লেন ছেড়ে মাগুরাগামী লেনে যেয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এনআইবি/এমএস

Read Entire Article