ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। আর এই ঈদকে ঘিরে প্রস্তুতির যেন শেষ নেই। ঈদের আমেজ যেন অপূর্ণ থেকে যায় যদি হাত মেহেদির রঙে রাঙা না হয়। ঈদের দু'এক দিন আগে থেকেই নারীদের মেহেদি উৎসব শুরু হয়ে যায়। চাঁদরাতে মেহেদি না পরলে যেন উৎসবের আমেজই আসে না।
আর এই মেহেদি পরা নিয়ে ছোট ভাইবোনদের ছোটাছুটি, কার মেহেদির রং কত বেশি গাঢ় হলো তা নিয়ে চলে প্রতিযোগিতা। মেহেদির কড়া গন্ধ সেই মধুর শৈশবের কথা মনে করিয়ে দেয়।... বিস্তারিত