ঈদে সুবিধাবঞ্চিতরা পেলেন রেড ক্রিসেন্টের মাংস

3 months ago 46

শরীয়তপুরে ঈদুল আজহায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শিল্পকলা মাঠ এলাকায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের সামনে এ মাংস বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনটি জানায়, ঈদুল আজহায় সমাজের বিত্তবানরা কোরবানি দিতে পারলেও গরিব মানুষের সে ক্ষমতা হয়ে উঠে না। তারা প্রতিবছর দুই বেলা মাংস ভাত খাওয়ার জন্য এ বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। ঈদ এলেই গরিবরা কোরবানি দেওয়া মানুষের বাড়িতে মাংসের জন্য অপেক্ষা করে। কারো ভাগ্যে মাংস জুটলে আবার কারো ভাগ্যে জুটে না। আর এসব মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বঞ্চিতরা পেলেন রেড ক্রিসেন্টের মাংস

কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কোরবানি উপলক্ষে ১০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে দেড় কেজি করে মাংস তুলে দেয় রেড ক্রিসেন্ট শরীয়তপুর ইউনিট।

মাংস নিতে আসা ধানুকা এলাকার একজন বলেন, ‘মাংসের যেই দাম তাই সব সময় কি না খাইতে পারি না। কোরবানি আইলে মানুষের বাড়িতে যাই মাংস টুকাইতে। কেউ দেয়, আবার কেউ দেয় না। তাছাড়া বয়স হইছে, বেশি সময় হাঁটতে পারি না। এবার কোরবানি উপলক্ষে ভাইয়েরা আমারে দেড় সের মাংস দিছে। বাসায় গিয়া রান্না কইরা সবাইরে নিয়া খামু।’

বঞ্চিতরা পেলেন রেড ক্রিসেন্টের মাংস

আলী আজগর শিকদার নামের আরেক বৃদ্ধ বলেন, ‘সব সময় মাংস কি না খাওয়ার সামর্থ্য নাই আমার। যেই দেড় সের মাংস পাইলাম তা দিয়া আমাগো বুড়া-বুড়ির দুই বেলা ভালোভাবে হইয়া যাইবো। আশা করি সামনের বারও তারা আমাগো মাংস দিবো।’

রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও জজকোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) আলমগীর মুন্সি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে এবার ঈদুল আজহায় ১০০ অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।

বিএম/এসএনআর/জেআইএম

Read Entire Article